নীলফামারীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। সদর থানার ওসি বাবুল আকতার জানান, ধর্ষণের অভিযোগে মামলা হওয়ায় দোগাছি গ্রামের শফিকুল ইসলাম (২৬) নামে এক ব্যক্তিকে তারা আটক করেন। মামলার নথির বরাতে ওসি বলেন, গত মঙ্গলবার বিকালে তৃতীয় শ্রেণি পড়ুয়া এক শিশুকে ডেকে নিজের বাড়ি নিয়ে শফিকুল ধর্ষণের চেষ্টা করেন। শিশুর চিৎকার শুনে প্রতিবেশীরা গিয়ে তাকে উদ্ধার করে। আর শফিকুলকে আটক করে পুলিশে দেয়। শিশুটিকে নীলফামারী সদর হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, গতকাল বুধবার সকালে শিশুর বাবা মামলা করার পর শফিকুলকে আদালতে পাঠানো হয়। আদালদের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।